ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ রেঞ্জাধীন
৪ টি জেলায় ১১৭৬০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়।
৮ মে (বুধবার) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আইন শৃঙ্খলা রক্ষায় ভোটকেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটারগণের শৃঙ্খলা বজায় রাখতে ১১৭৬০ জন বিভিন্ন পদবীর আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করেছে আনসার ও ভিডিপি ময়মনসিংহ রেঞ্জ। ময়মনসিংহ রেঞ্জাধীন ০৪ টি জেলার ০৯ টি উপজেলা ৭৬৫ টি ভোটকেন্দ্রে ৮ মে প্রথম ধাপে নির্বাচন হতে যাচ্ছে। প্রতিটি কেন্দ্রে ১ জন প্লাটুন কমান্ডার, ২ জন সহকারী প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবে।
১৪০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পাালনের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। মোবাইল টিমে/স্ট্রাইকিং ফোর্সে আনসার ব্যাটালিয়ন সদস্যগণ নূন্যতম সেকশন ফরমেশনে দায়িত্ব পালন করবেন। তাছাড়া এবার প্রথম বারের মত পুলিশের মোবাইল টিম/স্ট্রাইকিং ফোর্সে যুক্ত হয়ে কাজ করেছেন আনসার ও ভিডিপি সদস্যগণ। ১১৭৬০ জন আনসার ও ভিডিপি সদস্য ৬ মে ২০২৪ খ্রি হতে ১০ মে পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য মোতায়েন থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS