ময়মনসিংহে ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন।
আনসার ও ভিডিপি ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে ২১ দিন মেয়াদী ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রী মৌলিক প্রশিক্ষণ (মহিলা) ২য় ধাপ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। ২৫ এপ্রিল ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস, উপমহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। সন্ত্রাস দমন, বাল্য বিবাহ রোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রন, আর্থ সামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি মেধাক্রমানুসারে ০৩ (তিন) জন প্রশিক্ষণার্থীকে পুরস্কার সহ সকল প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ সনদ প্রদান করেন। ময়মনসিংহ রেঞ্জাধীন বিভিন্ন উপজেলা হতে বাছাইকৃত ৬৫ জন প্রশিক্ষণার্থী কৃতিত্বের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS