ময়মনসিংহের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিচালক।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ প্রথম ধাপে ময়মনসিংহ রেঞ্জাধীন ০৪ টি জেলার ০৯ টি উপজেলায় ৭৬৫ টি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় পিসি এপিসিসহ ১১৪০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা ও মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৪০ জন বিভিন্ন পদবীর আনসার ব্যাটালিয়ন সদস্য, ১৮০ জন সাধারণ আনসার মোতায়েন করা হয়। মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের দায়িত্ব পালনসহ ভোট কেন্দ্রের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস উপমহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। ৮ মে উপমহাপরিচালক ময়মনসিংহ রেঞ্জাধীন ফুলপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়, কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা, আমুয়া কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ, ধারা বাজার ডিগ্রী কলেজ, হালুয়াঘাট মহিলা উচ্চ বিদ্যালয়, আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি প্রিজাইডিং অফিসার, পুলিং ও ভোটারদের সাথে কথা বলেন। ভোট কেন্দ্রে দুস্কৃতিকারী ও বিচ্ছৃঙ্খলা মোকাবেলায় আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের সর্বদা তৎপর এবং ভোটারদের ভোট প্রদানে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন সুশান্ত মোদক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ঈশ্বরগঞ্জ, মৌসুমী আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফুলপুর এবং ফারহানা মোহাচ্ছীন উপজেলা আনসার ও ভিডিপি, কর্মকর্তা, হালুয়াঘাট, ময়মনসিংহ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস