Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতাভূক্ত বিভিন্ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিস্তারিত

ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এর আওতাভূক্ত বিভিন্ন প্রশিক্ষণ অনুষ্ঠিত।

 

 

      বাংলাদেশ আনসার  গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের আয়োজনে ১২  ১৩ মে দুই দিন ব্যাপী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএএর আওতাভূক্ত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণস্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক প্রশিক্ষণ  তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী  সমাপনী বক্তব্য রাখেন  মোঃ সাইফুর রহমানবিভিএম (বার), পিএএমএস উপমহাপরিচালকবাংলাদেশ আনসার  গ্রাম প্রতিরক্ষা বাহিনীময়মনসিংহ রেঞ্জময়মনসিংহ  অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিয়াউল হাসানবিভিএমএস,পিএএমএসউপমহাপরিচালক (প্রশিক্ষণবাংলাদেশ আনসার  গ্রাম প্রতিরক্ষা বাহিনীসদর দপ্তরখিলগাঁওঢাকা।

 কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন জনাব মোহামাহবুবুর রহমানপিএএমএস উপপরিচালকআনসার  ভিডিপি ময়মনসিংহ রেঞ্জময়মনসিংহ। উক্ত প্রশিক্ষণে ময়মনসিংহ রেঞ্জাধীন বিভিন্ন জেলা  আনসার ব্যাটালিয়নের ইউনিট প্রধানসহ সকল কর্মকর্তাউপজেলা আনসার  ভিডিপি কর্মকর্তাউপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা এবং ৩য়  ৪র্থ শ্রেণির কর্মচারী (ব্যাটালিয়ন আনসারসহঅনলাইন (জুম প্লাটফর্মএর মাধ্যমে অংশ গ্রহণ করেন।

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/05/2024
আর্কাইভ তারিখ
30/11/2024