ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এর আওতাভূক্ত বিভিন্ন প্রশিক্ষণ অনুষ্ঠিত।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের আয়োজনে ১২ ও ১৩ মে দুই দিন ব্যাপী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতাভূক্ত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক প্রশিক্ষণ ও তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী ও সমাপনী বক্তব্য রাখেন ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস উপমহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ । অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিয়াউল হাসান, বিভিএমএস,পিএএমএস, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা।
কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন জনাব মোহা: মাহবুবুর রহমান, পিএএমএস উপপরিচালক, আনসার ও ভিডিপি ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। উক্ত প্রশিক্ষণে ময়মনসিংহ রেঞ্জাধীন বিভিন্ন জেলা ও আনসার ব্যাটালিয়নের ইউনিট প্রধানসহ সকল কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা এবং ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী (ব্যাটালিয়ন আনসারসহ) অনলাইন (জুম প্লাটফর্ম) এর মাধ্যমে অংশ গ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস